এ মৃত্যু বড় অনাড়ম্বর

চলে গেলেন ‘দ্য লাঞ্চ বক্স’ খ্যাত অভিনেতা। নিউরো এন্ড্রোক্রিন জনিত বিরল এক ক্যান্সারে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু ‘পিকু’র অভিনেতার আর বাড়ি ফেরা হল না। চলে গেলেন নিঃশব্দে। একদম চুপিচুপি।

করোনার জেরে মুম্বাই সহ গোটা দেশেই চলছে লকডাউন। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে মুম্বাইতে। তাই প্রিয় অভিনেতাকে শেষ দেখাটুকুও হয়ত সম্ভব হবে না। কারণ সরকারি নির্দেশ অনুযায়ী জমায়েত করা যাবেনা। থাকবেনা হুড়োহুড়ি মিডিয়ার ভিড়। এমনকি তাঁর কাছের মানুষ সহ অভিনেতারাও সম্ভবত তাঁকে বিদায় জানাতে যেতে পারবেন না। কারণ লকডাউনে তাঁরাও যে গৃহবন্দি। এমত অবস্থায় সবার চোখের জলে বিদায় নিলেন তিনি। প্রসঙ্গত ব্যক্তি মানুষ হিসেবে ইরফান ছিলেন বরাবরই ভীষণ সাদামাটা, শান্তি প্রিয়। কোলাহল হৈচৈ থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। চুপচাপ, মাটির কাছাকাছি জীবন পছন্দ করতেন। আজ তাঁর অনাড়ম্বর মৃত্যুতে অভিনেতা ইরফানের থেকেও বেশি যেন মানুষ ইরফানের পছন্দের আশ্চর্য সমাপতন ঘটল ! নিশ্চিন্তে, কোলাহল ছাড়াই চির ঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। রেখে গেলেন তাঁর অতুলনীয় কাজের সম্ভার। ২৯/০৪/২০২০ রিপোর্ট – স্বাতী সেনাপতি