এবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের দিলীপ ঘোষের।

করোনা পরিস্থিতি নিয়ে এর আগে বহুবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। বারবার তথ্য গোপনের অভিযোগের আঙুল তুলেছে প্রশাসনের বিরুদ্ধে। এবার তাই সঠিক তথ্য পেতে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি।

এই মর্মে তারা একটি জনস্বার্থ মামলার শুনানির জন্য হাই কোর্টে আবেদন করেছে।এই মামলার নেপথ্যে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তথা বিজেপির পক্ষ থেকে কোর্টে আবেদন করা হয়েছে। করোনা আবহে যেহেতু কোর্ট বন্ধ তাই অনলাইন পোর্টালের মাধ্যমে এই আবেদনটি করেছেন তাঁরা।

তাঁরা জানতে চান পশ্চিমবঙ্গ সরকার ‘হু’ এবং ভারত সরকারের সমস্ত নিয়ম মেনে করোনা চিকিৎসা হচ্ছে, এছাড়া করোনা পরিস্থিতিতে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন, করোনায় কারো মৃত্যু হলে তা পরিষ্কার ভাবে ডেথ সার্টিফিকেটে লেখা, আত্মীয় পরিজনদের জানানো, হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ একাধিক তথ্য জানতে চাওয়া হয়। পাঠকদের সুবিধার্থে প্রেস বিজ্ঞপ্তিটি নীচে দিয়ে দেওয়া হল।

_________________________________

“PRESS NOTE

Prayers before the Hon’ble High court.

1) The State of west Bengal to strictly follow the guideline of the World Health Organisation and follow the guideline of Government of India, Ministry of Health and Family Welfare regarding reporting of death cause due to COVID-19;

2) The State of west Bengal to treat all police personnel engaged in COVID- 19 duty at par with other health care professionals and all facilities, including insurance, protective gears and other necessary equipment be provided to all the police personnel working on the front line, during the nationwide, lockdown throughout the State of West Bengal;

3) The State of West Bengal to issue appropriate death certificate and report cause of death to all the relative of the patients and not to suppress any fact relating to the reasons of the death of the patient and to set aside death Audit committee;

4)  The State of west Bengal to declare that the order to ban the use of cell phones inside COVID-19 hospitals and isolation centres in all over West Bengal is null and void;

5)  Central government to consider, asses and explore the prevailing circumstances in the State of West Bengal and as to the possibility of deployment of para-military forces in the State of West Bengal for proper and absolute observance and compliance of the lockdown protocols and measures, and/or to take any other steps in order to ensure the safety and security of the residents of the State of West Bengal in exercise of its powers under section 35 of the Disaster Management Act, 2005;

6)  Pending hearing of the petition an Order of interim nature be passed directing that a committee of experts of suitable background and expertise be constituted under the aegis of this Hon’ble High Court so as to overview and for the purpose of ensuring implementation of the guidelines issued by the World Health Organisation and follow the guideline of Government of India, Ministry of Health and Family Welfare and the order and/or orders as may be passed in the instant writ petition;

7) Pending hearing of this petition an Order of interim nature be passed directing that the expert committee so appointed be directed to file a periodic report before the Hon’ble Court so as to ensure observance and implementation of the guidelines issued by the WHO and the Government of India;

Partha Ghosh

Advocate, High court Calcutta.”

___________________________________

৩০.০৪.২০২০

কলকাতা