এবার বিনামূল্যে চাল-গম পাবেন প্রায় ৮ কোটি জনতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: রাজ্যে খুব একটা স্বস্তি দিচ্ছে না করোনা। সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্যের সরকার। কিন্তু সমস্যা ছিল। মানুষের মধ্যে এমন একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে, যে খাদ্য দ্রব্যের নাম বাড়বে না তো? প্রধানমন্ত্রীর বলা জনতা কারফিউ এর পর আরকিছু হবে না তো? খবর পান তো? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও এক অংশের জনতার মধ্যে এই প্রশ্ন গুলো উঠছে। যাতে ঘি সঙ্গজ করেছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়া ভিন্ন ভিন্ন ফেক নিউজ।

এই পরিস্থিতিতেই ফের নজিরবহীন সিদ্ধান্ত নিল রাজ্য। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, রাজ্যের প্রায় ৭.৮৫ লক্ষ মানুষ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশনে চাল গম বিনামূল্যে দেওয়া হবে। ২ টাকা করে আগে যেটা দিতে হত, সেই টাকা এই ছয় মাস দিতে হবে না।

এমনকি রেশন দোকানে রাখতে হবে পর্যাপ্ত সাবান এবং স্যানিটাইজার। এছাড়াও রাজ্যের খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে সাড়ে পাঁচ দিন খোলা রাখতে হবে সমস্ত রেশন দোকান। পাঁচ দিন পূর্ণ দিবস। একদিন অর্ধদিবস। ভিড় বেশি না করার বিষয়ে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী সরকারি এবং বেসরকারি হাসপাতালে র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক একটি জরুরি তহবিল ও গঠন করেছে সরকার। যেখানে সাহায্য করতে পারবেন আপনিও। এদিকে,চিকিৎসাকর্মীদের পুজোর পর স্পেশাল ছুটির বন্দোবস্ত থাকবে বলেও বলা হয়।