এবার করোনার থাবা উত্তর কলকাতার ৫০নম্বর ওয়ার্ডে

দিন দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।এবার বাদ পড়েনি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এলাকাও।এই অঞ্চলের ৫৭ বছরের এক প্রৌঢ় ও ৫৯ বছরের বৃদ্ধা আক্রান্ত হয়েছে।

গত শনিবার ৫৭ বছর বয়সী সুচিত্র বসুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শনিবার রাত থেকে ভর্তি করা হয়েছে।সুচিত্র বসু ওই হাসপাতালে মেডিসিন ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন।তাঁর করোনা ধরা পড়ার সাথে সাথে তাঁর পরিবারের বাকি সদস্যদের হোম-কোয়েন্টিনে রাখা হয়েছে।সুচিত্র বসুর দাদা সুখেন বসু পেশায় একজন ডাক্তার।তাঁকে হাজরার বাড়িতে হোম কোয়েরেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন।রবিবার সকালে সুচিত্র বসুর মায়ের শরীরে করোনার উপসর্গ দেখা যায়। সূত্রের খবর তাঁর শারীরিক অবস্থাও বেশ গুরুতর।

এর পাশাপাশি উক্ত এলাকারই এক বিজেপি কর্মীর মায়ের শরীরেও সার্স কোভ২ য়ের অস্তিত্ব ধরা পড়ে। ক্যান্সার আক্রান্ত ৫৯ বছরের ওই বৃদ্ধা এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এখন। এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত ৯২২ জন।

০৩/০৫/২০২০
রিপোর্ট- অর্পিতা বসু
চিত্র সূত্র- নিজস্ব