এক বিশ্বে সবাই এক! বার্তা দিতে একমঞ্চে শাহরুখ, প্রিয়াঙ্কা থেকে লেডি গাগাও। থাকছেন বহু বিশ্ব-তারকা।

গ্লোবাল সিটিজেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত সপ্তাহে ঘোষণা করেছিল তারা একঘেয়েমির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে একজোট হয়েছে।বিশ্বের করোনা যোদ্ধা, বিশেষ করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের (চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-সাফাইকর্মী) সাহায্যে লেডি গাগার নেতৃত্বে পৃথিবী-খ্যাত তারকাদের গ্লোবাল প্ল্যাটফর্মে, “ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম কনসার্ট শোয়ে”র মাধ্যমে কোভিড-১৯ বিরুদ্ধে লড়াই করতে এক সংস্থার সাহায্যে তহবিল সংগ্রহ করেছে তাঁরা।

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সমর্থনে এই কনসার্ট হবে। লেডি গাগার নেতৃত্বে এই কনসার্টে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম, জেনিফার লোপেজ, টেইলর সুইফট পৃথিবী বিখ্যাত তাবড় তাবড় সেলিব্রিটিদের পাশাপাশি ভারববর্ষ থেকে উপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং শাহরুখ খান। নিজেদের দেশ থেকেই যোগ দেবেন তাঁরা।

জানা গিয়েছে, সম্প্রচারে কোভিড-১৯ প্রতিক্রিয়ায় সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মীদের কাহিনী, সরকার এবং কর্পোরেশনদের মাস্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলির সাহায্যে বিশ্বজুড়ে ফ্রন্ট-লাইনের স্বাস্থ্যসেবা কর্মীদের সমর্থন এবং সজ্জিত করার প্রতিশ্রুতি দেওয়া হবে। এবং আরও অন্যান্য বিষয় তুলে ধরা হবে।

‘One World: Together at Home’ – ভারতে এই কনসার্ট ১৮ এপ্রিল দেখা যাবে ফেসবুক,

ইনস্টাগ্রাম, অ্যামাজন প্রাইম ভিডিওতে অন্যান্য কিছু আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে।

১৭.০৪.২০২০

PB

Edited