লকডাউনে কেমন আছে আপনার প্রিয় পশুপাখিরা তা জানতে পারবেন ঘরে বসেই।দেখতে পারবেন কেমন করে স্যানিটাইজ করা হচ্ছে তাঁদের খাঁচা। আলিপুর চিড়িয়াখানার জন্য তৈরি হচ্ছে একটি অ্যাপ। সেই অ্যাপ বৃহস্পতিবার চিড়িয়াখানাতেই উদ্বোধন করবেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
লকডাউনের পরিস্থিতিতে এমন সুযোগ আনা হচ্ছে বাচ্চাদের কথা ভেবেই।এর পাশাপাশি আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইটটিকেও আপগ্রেড করা হচ্ছে। সুবিধা হল চাইলে যে কোনও দর্শক সেই ওয়েবসাইটে ঢুকে চিড়িয়াখানা বা সেখানকার পশুপাখি সংক্রান্ত কোনও তথ্য বা ছবি আপলোড করতে পারবেন নিজে থেকেই।অন্যদিকে চিড়িয়াখানায় জন্ম হয়েছে একটি জেব্রার ছানার। তার নামকরণ হবে এদিন। এর মধ্যেই করোনা লড়াইতে এগিয়ে এসেছেন বন দপ্তরের কর্মীরা। তাদের একদিনের বেতন সমবেত করে তুলে দেওয়া হয়েছে রাজ্যের ত্রাণ তহবিলে। যার পরিমাণ প্রায় দু’লক্ষ টাকা। ২২/০৪/২০২০ রিপোর্ট – রূপসা ঘোষাল