একের বদলা চার! ছত্তিশগড়ে বাহিনীর গুলিতে খতম ৪ নকশাল জঙ্গি। শহীদ হলেন এক পুলিশ আধিকারিকও।

রাজনন্দগাঁও, ছত্তিশগড়: কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন সেনা জাওয়ানেরা। ঠিক তার কদিন পরেই, হিজবুল মুজাহিদীন প্রধান, জঙ্গি রিয়াজ নাইকোকে খতম করে ভারতীয় সেনা। কিন্তু এবার পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি নয়, ফের আভ্যন্তীরীণ শত্রুদের হামলার মুখে পড়ল জওয়ানরা। ছত্তিশগড় এর রাজনন্দগাঁও এলাকার, মান পুর থানা এলাকার পর্দহি গ্রামে বাহিনী এবং নকশাল জঙ্গি সংগঠনের গুলির লড়াইয়ে শহীদ হন, পুলিশের এক সাব ইন্সপেক্টর। কিন্তু পাল্টা আক্রমনে খতম করা হয়েছে ৪ জঙ্গিকেও। উদ্ধার করা হয়েছে, একটি একে ৪৭, একটি এস এল আর, দুটি .৩১৫ বোর রাইফেল। সংবাদসংস্থা এ এন আই সূত্রে এমনই খবর জানা গিয়েছে।

ছত্তিশগড় এর এই এলাকা বরাবরই মাও অধ্যুষিত। বিভিন্ন সময়ে সংঘর্ষের খবর আসে। কিন্তু এই ঘটনা, এক পুলিশ আধিকারিকের প্রাণ নিলেও, বাহিনীর বড়সড় সাফল্য বলেই মনে করছেন অনেকেই।

_____________________________________
০৯.০৫.২০২০
ছত্তিশগড়