বেসরকারি চাকরি করেন। বসের সঙ্গে মনোমালিন্য, কিম্বা সংস্থার মন্দা, যেকোনও কারণেই, বাড়ির পরিচারিকার থেকেও খুব সহজেই ছাঁটাই হয়ে যেতে পারেন আপনি। এমনটা ভেবেই প্রতিদিন কাজে যোগ দেন, বেসরকারি সংস্থায় কর্মরতরা। কিন্তু তথাকথিত নিশ্চিত চাকরি যাকে বলে, সেই সরকারি চাকরিও এক নিমেষেই চলে যেতে পারে, সেটা বোধহয় কেউই ঘুণাক্ষরেও টের পাননি। শুনতে কেমন কেমন হলেও, এটাই নাকি সত্যি!
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম জী ২৪ ঘণ্টা ডিজিটালের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, একমুহূর্তের মধ্যেই নাকি দক্ষিণ পূর্ব রেলের ৯১ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। যাঁদের অবসরের বয়স পেরিয়ে গেলেও, পুনর্বহাল করা হয়েছিল বলে জানা গিয়েছে ওই প্রতিবেদন সূত্রে। কিন্তু এই লকডাউন পরিস্থিতি এবং করোনা ভাইরাস আশঙ্কাতে ওই কর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই, বেছে বেছে তাঁদেরই অফিসে আসতে বারণ করা হয়েছে। এমনকি, ওই কর্মীদের হোয়াটসঅ্যাপে, অথবা মেসেজ করেই নাকি এই সংবাদ জানানো হয়েছে। যে কর্মীদের মধ্যে ৮৯ জন নন গেজেটেড এবং দুজন গেজেটেড স্তরের কর্মী রয়েছেন বলেও জানা গিয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, রেলের তরফে এই ছাঁটাইয়ের যুক্তি হিসেবে বলা হচ্ছে, ওই সমস্ত কর্মীদের খুব একটা কাজ ছিল না। যদিও এই ছাঁটাইয়ের পর, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়েছে কর্মী মহলের একাংশের মধ্যে।
২৫.০৪.২০২০
কলকাতা