: টানাপোড়েন অনেকটা মিটেছে। রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন। এই অবস্থায়, পশ্চিমবঙ্গে করোনা নিয়ে ‘বাস্তব-তথ্য’ খতিয়ে দেখতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, প্রতিনিধি দল মঙ্গলবার শিলিগুড়ির ডিসান হাসপাতাল পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সদস্যরা, রাজ্য সরকারের অধিগ্রহণ করা এই হাসপাতালে চারিদিকে ঘুরে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন। তাঁরা সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন বলেও জানা গিয়েছে। পরে এই দল এক নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি জন্কশন্ ও মাটিগাড়া এলাকা গিয়ে সেখানে লকডাউন এর বাস্তব পরিস্থিতি পরিদর্শন করেন। এর পাশাপাশি, তাঁরা স্থানীয় দোকানিদের সঙ্গে কথাও বলেন।
পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ব্রিগেডিয়ার অজয় গাঙ্গুবার, শিবানী দত্ত, শিলিগুড়িতে লকডাউন এর পরিস্হিতি খতিয়ে দেখছেন অন্য্ দিকে প্রতিনিধি দলের প্রমুখ বিনীত জোশি, অন্য সদস্যের নিয়ে দার্জিলিং রওনা পৌঁছান।
২৮.০৪.২০২০
শিলিগুড়ি
_________________________
জেলা: পিবি
এডিটেড