রমা বসাক, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে কালকেই চলবে মেট্রো।এর যাত্রা শুরু হবে সেক্টর ফাইভ স্টেশন থেকে।এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মেট্রো রেল সূত্রের খবর, পরিষেবা চালু হওয়ার পর ট্রেন চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত।এই যাত্রাপথে সময় লাগবে ১৪ মিনিট।এই পথের দূরত্ব ৫.৮ কিলোমিটার আর এর মধ্যে পড়বে ৬টি স্টেশন।এই স্টেশনগুলি হল- সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম। ইস্ট-ওয়েস্ট মেট্রো আধুনিকতার মোড়কে সাজানো হয়েছে। প্রত্যেকটি স্টেশনের থিম আলাদা। এছাড়া প্ল্যাটফর্মে বিশেষ স্ক্রিন ডোরের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও মেট্রো স্টেশনে স্ক্রিন ডোর চালু করা হচ্ছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই রুটে ট্রেন চলবে। আপাতত ৫ ও ১০ টাকার টিকিট থাকছে। এছাড়া স্মার্ট কার্ড ও টোকেনের ব্যবস্থাও থাকছে।
মেট্রো সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বড় এলইডি পর্দার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে থাকবেন বম্ব ডিসপোজাল কর্মীরা এবং প্রশিক্ষিত কুকুরেরা। অবশেষে বৃহস্পতিবার সমগ্ৰ শহরবাসীর জন্য চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো।
১৩.০২.২০২০