বিশ্বজুড়ে কোভিড-১৯ করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। বিশ্বের বহুদেশে বন্ধ হয়েছে বিভিন্ন পরিষেবা। বন্ধ হয়েছে অফিস, আদালত, স্কুল, কলেজ। একটি ভাইরাসের আতঙ্ক বিশ্বের বড় অংশকে প্রায় ‘অচল’ করে রেখেছে। স্বস্তিতে নেই ভারতও । ইতিমধ্যেই একজনের মৃত্যু, কমপক্ষে ৭২ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এবার , সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার পর, পিছিয়ে গেল ক্রিকেটের অন্যতম ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-২০২০।
আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে চলা এই ইভেন্ট, এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার দুপুরের পরে, তাঁদের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে সংবাদমাধ্যমকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই গুঞ্জন ওঠে আইপিএল পিছিয়ে যাওয়ার। ভারতের বিদেশমন্ত্রক থেকে, বোর্ডকে পরামর্শ দেওয়া হয় আইপিএল আপাতত না করার।
কারণ হিসেবে মনে করা হচ্ছে, একসঙ্গে অনেক মানুষের জমায়েতে ইতিমধ্যেই বারণ করেছে সরকার। কেন্দ্রের তরফে রাজ্যগুলোকে চিঠি পাঠানো হয়েছে এই মর্মে। প্রধানমন্ত্রী নিজেই পরামর্শ দিয়েছেন ভিড় এড়িয়ে যাওয়ার। বিশ্বের স্বাস্থ্য মহলও এই ধরনের জমায়েত এড়িয়ে যাওয়ার কথা বলছেন। বিভিন্ন বহুজাতিক কোম্পানি, তাদের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে ছাড় দিয়েছে। এই পরিস্থিতিতে এখন, ‘আইএসএলে’র ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ফাঁকা মাঠেই। তাই, আইপিএলের মতো অতিলাভজনক ইভেন্টে, ফাঁকা মাঠে খেলা চালানো ঠিক সিদ্ধান্ত হত না বলে মনে করছেন, সংশ্লিষ্ট মহলের একাংশ। এদিকে, আইপিএলের বিভিন্ন দলে প্রচুর সংখ্যক বিদেশিরা খেলেন। তাঁদের পরিবারের বহু সদস্য এদেশে আসেন। সেই দেশেও এই খেলা দেখেন বহু মানুষ। তাঁদের জন্য, স্পন্সরদের কোটি কোটি টাকা খরচ হয়, এই অবস্থায় তাঁদের কেউ যদি না আসতে করেন, তাহলে একাধিক দিক থেকে ক্ষতির মুখে পড়তে পারে আইপিএল।
যদিও, এই সিদ্ধান্তের পর, ক্রিকেপ্রেমীদের একাংশের মধ্যে ইতিমধ্যেই অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়েছে।
১৩.০৩.২০২০
নয়াদিল্লি