‘স্বপ্ন উড়ান উড়বেই! ভারত আবার হাসবেই! জিতবই আমরা!’ দেশের সংকটের সময়ে এভাবেই, একসঙ্গে বার্তা দিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। একমুহুর্তেই জয় করে ফেললেন, ১৩০ কোটির মন! গৃহবন্দি থেকেই, ফের দেশের একতা, ঐক্যের ডাক দিলেন তাঁরা।
গানের দৃশ্যে তারকারা।
কীভাবে? এখানেও দেশবাসী দেখল এক বিস্ময়কর নিদর্শন। একেবারে চারদেওয়ালে বন্দি থেকেই, নিজেরাই নিজেদের ভিডিও শুট করলেন! সাদামাটা ভাবেই, সকলে একসুরে গেয়ে উঠলেন, ”আবার শহরে রৌনক আসবে, গ্রামেও ফিরবে হাসি,… আটকাবে না কিছুই.. রাস্তায় সবাই নাচবে.. আনন্দে ভরে উঠবে ময়দান… সবাই একসঙ্গে আবার হাসবে.. হাসবেই ইন্ডিয়া!” এইভাবেই সুরের মূর্ছনায়,
দেশের জনতার উদ্দ্যেশ্যে ‘নজিরবিহীন’ বার্তা দিলেন তাঁরা।
যেখানে দেখা গেল একঝাঁক তারকাকে!
অক্ষয় কুমার, ক্রিকেটার শিখর ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান থেকে কৃতী শ্যানন, টাইগার শ্রফ, ভূমি পাডনেকর, তাপসী পান্নু, জ্যাকি ভাগনানি, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, রকুলপ্রীত সিং, অনন্যা পান্ডে,আরজে মালিক্সার মতো সুপরিচিত তারকা, কে নেই সেখানে! বাড়ি থেকে তৈরি করা এই ভিডিও, এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই ‘ট্রেন্ডিংয়ে’। যা মিলিয়ন-মিলিয়ন মানুষের আঁতে ঘা দিতে সক্ষম হয়েছে, কয়েক মুহূর্তেই! এখন থেকেই, অনেকেই বলছেন, ‘এমন উদ্যোগ গোটা-বিশ্বে আর কেউ নিয়েছেন নাকি?’
আসলে, লড়ছে ভারত! প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! প্রতিনিয়ত একেকটি খারাপ খবরে, অবসাদ বাড়াচ্ছে আরও! সাফাইকর্মী থেকে পুলিশের পদস্থ অধিকর্তা তো বটেই, সামনে থেকে লড়ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা শুধু নন, রাস্তার ‘ডেলিভারি বয়’টিও। যেন এই পরিস্থিতিই ক্রমশ বাড়িয়ে দিচ্ছে উদ্বেগ, এক কঠিন থেকে কঠিনতর লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে দেশবাসীকে। কিন্তু বলিউড তারকারা বরাবরই দেশবাসীর ‘ইন্সপিরেশনে’র কাজ করে চলেছেন। তাঁরা বারবার, ঘরে থেকেই বার্তা দিয়েছেন। এবার আর শুধু বার্তা নয়, সমস্ত খারাপ থাকার মাঝেও, একধাক্কায় দারুণ ভালোলাগার বহিঃপ্রকাশই যেন, ঘটালেন নিমেষেই।
প্রসঙ্গত, এই গানটির নেপথ্যের সমস্ত ক্রেডিট সঙ্গীতশিল্পী, সুরকার বিশাল মিশ্র-র। গানটির কথা লিখেছেন, কৌশল কিশোর। জে জাস্ট মিউজিকের ব্যানারে এই গানটির প্রকাশ হয়েছে।
কয়েক মিনিটের মধ্যেই, ইউটিউবে একনম্বরে চলে এসেছে এই গানটি। যার পুরো ভিডিও তৈরি হয়েছে অভিনেতাদের বাড়ি থেকেই।
সঙ্গীতশিল্পী বিশাল মিশ্র
সামগ্রিকভাবে এই উদ্যোগকে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা। অভিনেতাদের এইরকম অভিনব উদ্যোগ, দেশের জনতার মনোবল বাড়াতে যে তীব্র সহযোগিতা করবে, সেইবিষয়ে একপ্রকার নিশ্চিত তাঁরা।
০৭.০৪.২০২০
মুম্বই
গানটির লিঙ্ক ?
https://m.youtube.com/watch?v=wh-sRmTWGTw