আবার বিয়ে করতে চলেছেন পরান বন্দ্যোপাধ্যায়?

এই বয়সে আবার বিয়ে করতে চলেছেন প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়! কী অবাক হচ্ছেন তো? অবাক তো হবেনই, এই বৃদ্ধ বয়সে কী চাপল আবার! নাহ্, ঘাবড়ে যাবেন না । সত্যিই এই ঘটনা ঘটছে না। অভিনেতার বিয়ে হতে চলেছে আবার রিল লাইফে। আগামী ছবি টনিকে দেবের কাকা অর্থাৎ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হতে চলেছে, অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার সঙ্গে। পুরোটাই নাকি ঘটবে, টনিক সিনেমায়,- এমনই জানিয়েছেন অভিনেতা দেব। এইকথা মঙ্গলবার ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা। আগামী ৮ মে মুক্তি পেতে চলেছে অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি টনিক। অভিনেতা হিসেবে রয়েছেন, দেব।

যদিও সোমবার রাতে দেব একটি বিয়ের কার্ড সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন। তারপরই জল্পনা তুঙ্গে ওঠে দেব নাকি বিয়ে করছেন! সকলেই অভিনন্দন জানাতে থাকেন দেব রুক্মিণী কে । অভিনন্দনের ঢেউ ওঠে। তবে দেব কিন্তু নীরবই থাকেন। এবার সব জল্পনায় জল ঢেলে, দেব ই প্রকাশ করলেন টনিকের কাকার বিয়ের খবর।তাহলে যাবেন নাকি? টনিকের কাকার বিয়েতে?

by Ramen Das

14.01.2020

8.55 p.m

44 views