হোয়াইটহাউসের সাংবাদিক সম্মেলন থেকে আমেরিকার অর্থনীতির স্বাস্থ্যরক্ষায় নতুন ঘোষণা করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার ‘আবার খুলছে আমেরিকা’ বা ‘ওপেনিং আপ আমেরিকা এগেন’, নামক কর্মসূচির ডাক দিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের তরফে বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হল এদিনই।
এদিনের সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান,
”আমরা নতুন যুদ্ধের সামনে, যা হল আবার খুলবে আমেরিকা। আমেরিকানদের স্বাস্থ্য শুধু না, অর্থনীতির স্বাস্থ্য রক্ষার কথাও ভাবতে হবে।” তিনি আরও জানান, আমরা একেবারেই সবটা খুলছি না,” ধাপে ধাপে এই শিরোনামের (ওপেনিং আপ আমেরিকা এগেন) গাইডলাইন অনুযায়ী হবে। তিনি বলেন, কিছু রাজ্য খুব শীঘ্রই সচল হবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্যসংস্থার জন্য অর্থবরাদ্দ স্থগিতের পর, নিজের দেশের অর্থনীতির জন্য এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ওই গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে, সামগ্রিকভাবে সবদিক বিবেচনা করার পর, মূলত তিনটি ধাপে সম্পূর্ণ আমেরিকাকে পুনরায় সচল করার চিন্তভাবনা করা হয়েছে। ক্রমে ক্রমে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের রিপোর্টের উপর ভিত্তি করে আংশিকভাবে সেইসব অংশ খোলার কাজ চলবে। বিভিন্ন নিয়মাবলী, শর্ত সাপেক্ষে এই সমস্ত দিক পুনরায় চালু করা হবে। কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক করতে এখনও অনেক সময় লাগবে বলেই জানা যাচ্ছে।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রথম ধাপে, সেইসব অঞ্চল যাঁরা একসঙ্গে ১০ জনের কম যাতায়াত, গণপরিবহন নিয়ন্ত্রণ,এবং হোয়াইটহাউস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমস্ত নির্দেশ মেনে কাজ করবে, সেই অঞ্চল। ক্রমে এই সচলতার ব্যাপ্তি ঘটবে।
দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপের ক্ষেত্রেও বিস্তারিত শর্ত এবং নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
ওই বিস্তারিত ‘গাইডলাইন’ ?
— Donald J. Trump (@realDonaldTrump) April 16, 2020
১৭.০৪.২০২০
ওয়াশিংটন
Pictures: Tweeter, Reuters
The Fox, Reuters