বাঁকুড়া : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮,৪৪৭। আক্রান্তের শীর্ষে নাম তুলেছে মহারাষ্ট্র।এরাজ্যে আপাতত মৃত্যু হয়েছে ৭ জনের, এখনও পর্যন্ত আক্রান্ত ৯৫ জন। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার অথবা মুখ ঢাকা বাধ্যতামূলক করেছে সরকার। নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। কিন্তু এতকিছু সত্ত্বেও, এখনও রাস্তায় জমায়েত থেকে ভিড় করে, ব্যাগ ভরে বাজার করতে দেখা যাচ্ছে একটা বড় অংশের জনতাকে। এখনও ডোন্ট কেয়া র মানসিকতা অনেকের, এমনই বলছেন চিকিৎসকরা। পুলিশ ব্যবস্থা নেবে তবে বাড়াবাড়ি না করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, এক অভিনব পন্থা অবলম্বন করল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ। গান্ধী গিরি আর মানুষকে বোঝানোর পথেই হাঁটলেন পুলিশকর্মীরা।
করোনা শত্রুর নিধনে তাঁরা দিনরাত লড়াই চালালেও, যাঁরা এখনও মানছেন না তাঁদের জন্য হতে তুলে দিলেন গোলাপ। স্যানিটাইজার দিলেন হতে। পরিয়ে দিলেন মাস্ক। শুধু আইন না মেনেই নয়, যাঁরাই রাস্তায় বেরোলেন, মাস্ক ছাড়া তাঁদের কপালে মারের বদলে জুটল মাস্ক। সঙ্গে ফুল। এই অভিনব বার্তাই দিতে দেখা গেল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের তরফে।
প্রসঙ্গত, রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন করতে বারবার জনসচেতনতা মূলক প্রচার চালাচ্ছেন। কিন্তু তারপরেও হুঁশ নেই একটা বড় অংশের মধ্যে। একটা অজ্ঞ মানসিকতা নিয়ে ভিড় জমাচ্ছেন এঁরা। একশ্রেণীর মানুষ অযথা বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। করোনাভাইরাস এর ভয়াবহতা আঁচ করেও এই মারাত্মক ভুল করতে দেখা যাচ্ছে তাঁদের। পুলিশ ব্যবস্থা নিচ্ছিল, অনেক জেলাতেই, অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারপর পুলিশকে মানবিক হওয়ার পরামর্শ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু পুলিশ আরও মানবিক হলেও, সাধারণ মানুষের একাংশের মধ্যে রয়েছে চূড়ান্ত গাফিলতির নিদর্শন।
বাঁকুড়ায় এই উদ্যোগের বিষয়ে এক পুলিশকর্তা বলেন, “আমাদের প্রতিনিয়ত প্রয়াস চলছে চলছে সাধারণ মানুষকে সচেতন করতে। এরফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সচেতন হবেন বলে আশাবাদী তিনি।”
১২.০৪.২০২০
বাঁকুড়া
Report: P.B