বর্তমান বিশ্বের ভয়ঙ্কর পরিস্থিতি কারোর অজানা নয় | প্রাণঘাতী নোবেল করোনাভাইরাস ইতিমধ্যেই গোটা বিশ্বে কেড়েছে বহু মানুষের প্রাণ| এই ভাইরাসের কবল থেকে এখনই মুক্তি নেই, এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা| বুধবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস গেব্রিয়েসাস স্পষ্ট করে জানিয়ে দেন, আরও বেশ কিছু সময় ধরে এই মারণ ভাইরাসের প্রভাব থাকবে গোটা বিশ্ব জুড়ে|
তিনি বলেন, কোনো রকম ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে বিপদ, আমাদের দীর্ঘ পথ যেতে হবে এই ভাইরাস দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকবে| তাঁর কথায়, ‘পৃথিবী আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, গোটা দুনিয়া এতদিন যেভাবে চলে এসেছে সেই জায়গায় ফিরে যাওয়া আর সম্ভব নয়, তবে পৃথিবীতে এক নতুন স্বাভাবিক জীবন ফিরে আসতে চলেছে যা হবে পূর্বের চেয়ে আরও স্বাস্থ্যকর, আরো সুরক্ষিত এবং আরো ভালো পরিবেশ পাওয়ার জন্য প্রস্তুত হবো আমরা ‘
প্রসঙ্গত, বুধবার রাত পর্যন্ত সারা বিশ্বে ২৬ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে কোভিড-১৯ এ, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ৪২২জন এর| মার্কিন যুক্তরাষ্ট্র, এখনও পর্যন্ত যেখানে করোনার প্রভাব সবচেয়ে বেশি সেখানে ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে ৪৬ হাজার ১৪৭ জনের| এর পাশাপাশি ইতালি হয়ে উঠেছে করোনার আঁতুড়ঘর, মৃত্যুর হার ভয়ঙ্করভাবে বেশি, এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে ২৫ হাজার ৮৫ জনের| এই মৃত্যুমিছিলে স্পেনও পিছিয়ে নেই, মারা গিয়েছেন ২১ হাজার ৭১৭ জন| ভারতবর্ষে করোনা সংক্রমণে মৃত্যুর হার তুলনামূলকভাবে আগের সপ্তাহ থেকে কমলেও আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, অবশ্য এই সংকটকালে করোনাজয়ীও হয়ে উঠেছেন অনেকেই, গোটা বিশ্বে ৭ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন, যা আশার আলো দেখাচ্ছে সকলকে|
২৩/০৪/২০২০
রিপোর্ট – রুমকি সরকার
WHO PRESS BRIEF